শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি কিশোরের মৃত্যু

জেরিন আহমেদ: [২] খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে রকি সরেণ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়।

[৩] খুনের মামলায় চার বছর আগে রাজশাহীর আদালতের মাধ্যমে সে শিশু উন্নয়ন কেন্দ্রে আসে।

[৪] রকি সরেন রাজশাহীর তানোর উপজেলার সুলতান সরেণের ছেলে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে সন্ধ্যায় তার লাশ হস্তান্তর করা হয়েছে।

[৫] শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রকি পেটের অসুখে ভুগছিল। শনিবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের উপসর্গ থাকায় শনিবার মধ্যরাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। বিকালে তার লাশ শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়। লাশের ময়না তদন্ত ছাড়ায় পরিবারের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

[৬] শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অসুস্থতাজনিত কারণে রকির মৃত্যু হয়েছে। আমরা ময়নাতদন্ত করাতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবারের সদস্যরা রাজি হননি।

[৭] এসময় তিনি আরও বলেন, অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করে। এরপর উন্নত চিকিৎসার জন্যে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠানো হয়। সূত্র: যুগান্তর অনলাইন, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়