শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মমতাই এখন ভারতে একমাত্র মুখ্যমন্ত্রী, রাজনৈতিক শক্তি ধরে রাখল বিজেপি, সিএনএন বিশ্লেষণ

রাশিদুল ইসলাম : [২] সিএনএন প্রতিবেদনে ভারতের পশ্চিমবাংলার নির্বাচনকে দেশটির মূল নির্বাচন হিসেবে অভিহিত করে বলা হচ্ছে শাসক দল বিজেপি হারলেও নির্বাচনী ফায়দা লাভ করেছে অনেক বেশি।

[৩] সারাভারতে কোভিড সংকটের সময় এ নির্বাচনে পশ্চিমবাংলা জয়ে বিজেপির আগ্রাসী প্রচারণা ও বিশাল সমাবেশ করে। কিন্তু তৃণমূল কংগ্রেস দুই-তৃতীয়াংশ সংখ্যাগরীষ্ঠতা, ২ শতাধিক আসন পাওয়ায় তৃতীয়বারের মত মমতা মুখপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে।

[৪] এই নির্বাচনে বিজেপি’র উল্লেখযোগ্য অর্জন হচ্ছে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ। কলকাতার রাজনৈতিক বিশ্লেষক দিপেতেন্দু ভাস্কর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জয় বিস্ময়কর এ কারণে যে নরেন্দ্র মোদি বাংলা জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এটি স্পষ্ট যে তিনি তার পুরো রাজনৈতিক যন্ত্রপাতি এবং কৌশল কাজে লাগিয়েও তৃণমূলকে পরাস্ত করতে পারেননি।

[৫] ২০১৬ সালে রাজ্যসভা নির্বাচনে যেখানে বিজেপি তিনটি আসন পেয়েছিল সে তুলনায় এবার এই নির্বাচনে ৭৭টি আসন পাওয়াকেই বিজেপির নির্বাচনী ফায়দা বলে মনে করা হচ্ছে।

[৬] বিজেপির এসব আসন জয় এমন এক সময় যখন মোদির দলের জন্যে কোভিড মোকাবেলায় সমর্থন প্রয়োজন।

[৭] কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় মোদি, তার রাজনৈতিক নেতা ও কর্মীরা ব্যাপকভাবে পশ্চিমবাংলা সহ ৫টি রাজ্যসভার নির্বাচনে প্রচারণা চালানোর কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ মহামারী মোকাবেলাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন মোদি।

[৮] বিশেষজ্ঞরা অভিযোগ তুলেছেন ভারতের নির্বাচন কমিশন স্বাস্থ্য বিধি ভেঙ্গে এধরনের নির্বাচনী প্রচারণায় সায় দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়