শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. সামসুল ইসলাম: যারা মিডিয়ার পলিটিক্যাল ইকোনোমি না বুঝে সাংবাদিকদের গালাগালি করেন তাদের মিডিয়া স্টাডিজের কিছু প্রাথমিক বইপত্র পড়ার আহ্বান জানাচ্ছি

মো. সামসুল ইসলাম: রাষ্ট্র, সমাজ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সংস্কৃতি এসবের  আন্তঃসম্পর্ক বিশ্লেষণ না করে ব্যক্তি, সাংবাদিককে দায়ী করার প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ হয়ে উঠছে। সাংবাদিকরা চাকরি করেন। তিনি ঘটনা ঘটান না, ঘটনা প্রবাহ নিয়ন্ত্রণও করেন না। কোনো ঘটনার মিডিয়া কভারেজের ব্যাপারে বিদ্যমান পরিস্থিতিতে তার ভূমিকা নিতান্তই গৌণ।

যারা মিডিয়ার পলিটিক্যাল ইকোনোমি না বুঝে সাংবাদিকদের গালাগালি করেন তাদের মিডিয়া স্টাডিজের কিছু প্রাথমিক বইপত্র পড়ার আহ্বান জানাচ্ছি। মিডিয়ার ভয়েজ মনোলিথিক না। সব মিডিয়া এক ভাষায় কথা বলে না। তাদের স্বার্থ মেনেই একেক মিডিয়া একেক ঘটনাকে একেক ভাবে দেখে। এভাবেই দেশের নাগরিকরা এক ভারসাম্যপূর্ণ বয়ান পান।  আবার কোনো ঘটনার সীমিত কভারেজের ব্যাপারে বিদ্যমান আইনের উপস্থিতিও আমরা অস্বীকার করতে পারি না।

প্রথম আলো কেন বসুন্ধরার মালিকের নাম নেয়নি, সেটা নিয়ে হুলস্থুল দেখছি। আগে প্রথম আলো কিন্তু বসুন্ধরার মালিক বা গ্রুপের নাম ভালোভাবেই নিতো। কেয়ারটেকার সরকারের সময়ের কথা অনেকের মনে থাকতে পারে। সে অবস্থা এখন পরিবর্তিত। তারা নিজেরাই  এখন মিডিয়া মুঘল। বিভিন্ন পত্রিকায় রিপোর্টিংয়ের কারণে তারা নিজেরাই মিডিয়াতে বিনিয়োগ করেছে।

বসুন্ধরার বিশাল সাম্রাজ্যকে নাড়া দেওয়ার ক্ষমতা এখন প্রথম আলো তো দূরের কথা, কোনো মিডিয়ারই নেই। খামাখা সব ব্যাপারে সাংবাদিকদের গালি দিয়ে কে কি অর্জন করছেন, তা বুঝতে পারছি না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়