শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের নিবন্ধনে কনের বাবার স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে।

[৩] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কনের বাবা।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার চর কামারখন্দ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা খাতুনকে (১৪) নাসির উদ্দীন নামে এক কিশোরের সঙ্গে শিখার বাবা শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে বিয়ে নিবন্ধন করেন এবং বাল্য বিবাহ পড়ান। বিয়ের ব্যাপারে কিছু জানেন না কনের বাবা শহিদুল ইসলাম।

[৫] শহিদুল ইসলাম জানান, আমি বিয়ের নিবন্ধনের ব্যাপারে কিছুই জানি না। সম্প্রতি মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে কাজী অফিসে গিয়ে দেখি নিকাহ নামায় আমার জাল স্বাক্ষর দিয়ে আমার নাবালক মেয়ের বিয়ে নিবন্ধন করা হয়েছে।

[৬] এ বিষয় জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া লিখিত অভিযোগ ও জাল স্বাক্ষরের ব্যাপারে আমার কিছু জানা নেই।

[৭] কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বাল্যবিবাহ নিবন্ধনের ব্যাপারে জাল স্বাক্ষর প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়