শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের নিবন্ধনে কনের বাবার স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে।

[৩] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কনের বাবা।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার চর কামারখন্দ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা খাতুনকে (১৪) নাসির উদ্দীন নামে এক কিশোরের সঙ্গে শিখার বাবা শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে বিয়ে নিবন্ধন করেন এবং বাল্য বিবাহ পড়ান। বিয়ের ব্যাপারে কিছু জানেন না কনের বাবা শহিদুল ইসলাম।

[৫] শহিদুল ইসলাম জানান, আমি বিয়ের নিবন্ধনের ব্যাপারে কিছুই জানি না। সম্প্রতি মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে কাজী অফিসে গিয়ে দেখি নিকাহ নামায় আমার জাল স্বাক্ষর দিয়ে আমার নাবালক মেয়ের বিয়ে নিবন্ধন করা হয়েছে।

[৬] এ বিষয় জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া লিখিত অভিযোগ ও জাল স্বাক্ষরের ব্যাপারে আমার কিছু জানা নেই।

[৭] কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বাল্যবিবাহ নিবন্ধনের ব্যাপারে জাল স্বাক্ষর প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়