শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের নিবন্ধনে কনের বাবার স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে।

[৩] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কনের বাবা।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার চর কামারখন্দ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা খাতুনকে (১৪) নাসির উদ্দীন নামে এক কিশোরের সঙ্গে শিখার বাবা শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে বিয়ে নিবন্ধন করেন এবং বাল্য বিবাহ পড়ান। বিয়ের ব্যাপারে কিছু জানেন না কনের বাবা শহিদুল ইসলাম।

[৫] শহিদুল ইসলাম জানান, আমি বিয়ের নিবন্ধনের ব্যাপারে কিছুই জানি না। সম্প্রতি মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে কাজী অফিসে গিয়ে দেখি নিকাহ নামায় আমার জাল স্বাক্ষর দিয়ে আমার নাবালক মেয়ের বিয়ে নিবন্ধন করা হয়েছে।

[৬] এ বিষয় জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া লিখিত অভিযোগ ও জাল স্বাক্ষরের ব্যাপারে আমার কিছু জানা নেই।

[৭] কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বাল্যবিবাহ নিবন্ধনের ব্যাপারে জাল স্বাক্ষর প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়