শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের নিবন্ধনে কনের বাবার স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে।

[৩] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কনের বাবা।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার চর কামারখন্দ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা খাতুনকে (১৪) নাসির উদ্দীন নামে এক কিশোরের সঙ্গে শিখার বাবা শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে বিয়ে নিবন্ধন করেন এবং বাল্য বিবাহ পড়ান। বিয়ের ব্যাপারে কিছু জানেন না কনের বাবা শহিদুল ইসলাম।

[৫] শহিদুল ইসলাম জানান, আমি বিয়ের নিবন্ধনের ব্যাপারে কিছুই জানি না। সম্প্রতি মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে কাজী অফিসে গিয়ে দেখি নিকাহ নামায় আমার জাল স্বাক্ষর দিয়ে আমার নাবালক মেয়ের বিয়ে নিবন্ধন করা হয়েছে।

[৬] এ বিষয় জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া লিখিত অভিযোগ ও জাল স্বাক্ষরের ব্যাপারে আমার কিছু জানা নেই।

[৭] কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বাল্যবিবাহ নিবন্ধনের ব্যাপারে জাল স্বাক্ষর প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়