শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের নিবন্ধনে কনের বাবার স্বাক্ষর জাল করে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে।

[৩] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কনের বাবা।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার চর কামারখন্দ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা খাতুনকে (১৪) নাসির উদ্দীন নামে এক কিশোরের সঙ্গে শিখার বাবা শহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে বিয়ে নিবন্ধন করেন এবং বাল্য বিবাহ পড়ান। বিয়ের ব্যাপারে কিছু জানেন না কনের বাবা শহিদুল ইসলাম।

[৫] শহিদুল ইসলাম জানান, আমি বিয়ের নিবন্ধনের ব্যাপারে কিছুই জানি না। সম্প্রতি মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে কাজী অফিসে গিয়ে দেখি নিকাহ নামায় আমার জাল স্বাক্ষর দিয়ে আমার নাবালক মেয়ের বিয়ে নিবন্ধন করা হয়েছে।

[৬] এ বিষয় জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া লিখিত অভিযোগ ও জাল স্বাক্ষরের ব্যাপারে আমার কিছু জানা নেই।

[৭] কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বাল্যবিবাহ নিবন্ধনের ব্যাপারে জাল স্বাক্ষর প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়