এস,এম রিয়াজ: [২] রোববার (২ মে) সকালে উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া মিরা বাড়ি সংলগ্ন খোলা মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। এতে এলাকার কয়েকশ মুসল্লী অংশ নেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় দুই রাকাত নফল নামাজ আদায় শেষে খুদবা পেশ করে তওবা করে আল্লাহর কাছে বৃষ্টি জন্য দোয়া করা হয়।
[৩] নামাজ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ আল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবদুল জলিল।
[৪] এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া কেন্দ্রিয় জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা জাকারিয়া, পৈকখালি বাজার জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা রেদোয়ান হোসাইন, হাফেজ আবদুস সালাম, হাফেজ আলআমিন প্রমূখ। সম্পাদনা: হ্যাপি