শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে পানির জন্য আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সিলেটে দীর্ঘ একমাস ধরে খাবার পানির তীব্র সঙ্কটে রয়েছেন ২১ নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দারা।

শনিবার (১ মে) রাত সাড়ে ১১টায় পানির দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এ এলাকার শতাধিক নারী-পুরুষ।

অবরোধের কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১টায় মেয়র সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক মাস থেকে তারা পানির চরম সঙ্কটে রয়েছেন। রমজান মাসের প্রথম থেকেই অবস্থা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার বলা হলেও প্রতিকার পাননি তারা। তাই বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে রাস্তায় নেমে আসেন তারা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় সিসিকের পানি শাখায় ফোন করে রাত এক-তিনটা পর্যন্ত গাড়িতে করে সোনারপাড়াবাসীকে পানি দেয়ার আশ্বাস দেন তারা।

অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে পানি পৌঁছে দেবেন। এরপর রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন এ বিষয়ে।

বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানির সমস্যা দ্রুত সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়