শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে পানির জন্য আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সিলেটে দীর্ঘ একমাস ধরে খাবার পানির তীব্র সঙ্কটে রয়েছেন ২১ নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দারা।

শনিবার (১ মে) রাত সাড়ে ১১টায় পানির দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এ এলাকার শতাধিক নারী-পুরুষ।

অবরোধের কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১টায় মেয়র সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক মাস থেকে তারা পানির চরম সঙ্কটে রয়েছেন। রমজান মাসের প্রথম থেকেই অবস্থা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার বলা হলেও প্রতিকার পাননি তারা। তাই বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে রাস্তায় নেমে আসেন তারা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় সিসিকের পানি শাখায় ফোন করে রাত এক-তিনটা পর্যন্ত গাড়িতে করে সোনারপাড়াবাসীকে পানি দেয়ার আশ্বাস দেন তারা।

অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে পানি পৌঁছে দেবেন। এরপর রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন এ বিষয়ে।

বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানির সমস্যা দ্রুত সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়