শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে পানির জন্য আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সিলেটে দীর্ঘ একমাস ধরে খাবার পানির তীব্র সঙ্কটে রয়েছেন ২১ নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দারা।

শনিবার (১ মে) রাত সাড়ে ১১টায় পানির দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এ এলাকার শতাধিক নারী-পুরুষ।

অবরোধের কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১টায় মেয়র সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক মাস থেকে তারা পানির চরম সঙ্কটে রয়েছেন। রমজান মাসের প্রথম থেকেই অবস্থা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার বলা হলেও প্রতিকার পাননি তারা। তাই বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে রাস্তায় নেমে আসেন তারা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় সিসিকের পানি শাখায় ফোন করে রাত এক-তিনটা পর্যন্ত গাড়িতে করে সোনারপাড়াবাসীকে পানি দেয়ার আশ্বাস দেন তারা।

অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে পানি পৌঁছে দেবেন। এরপর রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন এ বিষয়ে।

বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানির সমস্যা দ্রুত সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়