শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নোয়াখালীতে দু’টি কারখানাসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

মাহবুবুর রহমান : [২] জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল ব্যান্ড ও বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম ব্যবহার করে সেমাই বাজারজাত করার অপরাধে দু’টি সেমাই, একটি নকল চানাচুর কারখানাসহ ৫টি প্রতিষ্ঠানকে ৩লাখ ৬৫হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চৌমুহনী দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী দক্ষিণ বাজারে বাবুল মিয়ার সেমাই কারখানা ও মতিন মিয়ার বাড়ীতে আনন্দ সেমাই কারখানায় অভিযান চালানো হয়। কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল ব্যান্ড ও বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম ব্যবহার করে সেমাই বাজারজাত করার অপরাধের প্রমাণ পাওয়া যায়।

[৫] পরে বাবুল মিয়ার সেমাই কারখানাকে ১লাখ, আনন্দকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় নকল সেমাই, বিভিন্ন ব্যান্ডের সেমাইয়ের প্যাকেট ও সেমাই তৈরির উপকরণ জব্দ করা হয়।

[৬] এছাড়াও চৌমুহনী বাজারের সামছু উদ্দিনের নকল চানাচুর কারখানাকে ৫০হাজার এবং নকল সেমই মজুত ও বিক্রি করার অপারাধে এস এম ট্রেডার্সকে ১৫হাজার ও ভুট্ট ট্রেডার্সকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৭] অভিযানে সহযোগিতা করেন, র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনের নেতৃত্বে একদল র‌্যাব।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়