স্পোর্টস ডেস্ক : [২] অপেশাদারী আচরণের কারণে দুই ম্যাচের জন্য ডাগ আউটে নিষিদ্ধ বার্সেলোনা কোচ রোনাল্ড ক্যোমান।
[৩] গ্রানাডার বিপক্ষে শেষ ম্যাচে ২-১ গোলে হারে বার্সেলোনা। ম্যাচে ৬৬ মিনিটে বার্সা গোল হজম করলে মেজাজ হারিয়ে ফেলেন ক্যোম্যান। যা মোটেও ভালোভাবে নেননি রেফার পাবলো গঞ্জালেস।
[৪] লাল কার্ড দেখান ডাচ কোচকে। ফলে লা লিগায় ভ্যালেন্সিয়া ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মিস করবেন ক্যোম্যন। বার্সায় যোগ দেবার পর এই প্রথম এমন শাস্তি পেলেন মেসিদের গুরু। -মার্কা/ সময়টিভি