শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৫৭ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ক্লাসই হচ্ছে সেরা ব্যবস্থা

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: মাস্টার্সের ক্লাস নিচ্ছি। প্রতি সপ্তাহে তিনটি ক্লাস। অনলাইন ক্লাস খারাপ লাগছে না। দিন যতো যাচ্ছে ততোই একটু একটু করে ভালোলাগা বাড়ছে। তবে শ্রেণিকক্ষের ক্লাসেরতো তুলনা নেই। পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ক্লাসই হচ্ছে সেরা ব্যবস্থা। আমার ভালোই লাগছে। একটা ক্লাস শেষ হলে পরবর্তী ক্লাসের জন্য মুখিয়ে থাকি। আসলে কতোদিন ধরে ছাত্রছাত্রীদের মুখ দেখি না, ক্যাম্পাস দেখি না। সবকিছু খুব মিস করছি।

এখন যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছি, ভাবছিলাম শুধু আমার ক্লাসের ছাত্র কেন? অন্যরাও যদি উৎসাহিত হয়ে ক্লাসে থাকতে চায় সমস্যাতো দেখি না। আমি মাস্টার্সের নন-ইকুইলিব্রিয়াম স্টাটিস্টিক্যাল মেকানিক্স পড়াচ্ছি। ইতোমধ্যে সিমিলারিটি ্ সেলফ-সিমিলারিটি শিরোনামে একটি চ্যাপ্টার শেষ করেছি। আগামী ক্লাসে নতুন একটি চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির শিরোনাম হলো, ‘স্টকাস্টিক প্রসেস, রেন্ডম ওয়াক অ্যান্ড ডিফিউশন প্রসেস"! কেউ যদি উৎসাহী হয় তারাও ক্লাসে উপস্থিত থাকতে পারে।

আসলে এই প্যান্ডেমিক পরবর্তী পৃথিবী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। অনেক কিছুই ইতোমধ্যেই বদলে গেছে। এর মধ্যে সবচেয়ে যেটি বদলেছে সেটা হলো ইন্টারনেট ব্যবহার করে ক্লাস, অফিস, বাজার করায় আমূল পরিবর্তন এসেছে। এটিকে কাজে লাগিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা বিদেশে থেকেও ক্লাস নিতে পারেন। আমাদের মানসম্পন্ন শিক্ষক স্বল্পতাকে কাটিয়ে উঠতে সহযোগিতা করতে পারেন। এ ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ইউজিসি জোরালো ভূমিকা নিতে পারে। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়