সমীরণ রায়: [২] ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতিবছর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে মুখর থাকে রাজপথ। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে মালিক-শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে আজ পালিত হবে মহান মে দিবস।
[৩] মহান মে দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
[৪] ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপযুক্ত মজুরি আর দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন হে মার্কেটের শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। সম্পাদনা: বাশার নূরু