শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারপ্রীত ব্রারের ঘূর্ণিতে রাহুল-গেইলের ঝড়ে কোহলিদের পরাজয়

রাহুল রাজ: [২] বাঁহাতি অর্থডোক্স স্পিনার হারপ্রীত ব্রারের ঘূর্ণিতে পরাস্ত বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ঘুর্ণি জাদুতে নাকাল কোহলিরা পাঞ্জাব কিংসের বিপক্ষে হারে ৩৪ রানে। এই টুর্নামেন্টে বেঙ্গালুরুর এটি দ্বিতীয় হার।
[৩]আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে পাঞ্জাব। টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে বেঙ্গালুরু।
[৪]দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেন বিরাট কোহলি। এ ছাড়া রজত পাতিদার ৩০ বলে ৩১ ও হারশাল প্যাটেল ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। মাঝে গ্ল্যান ম্যাক্সওয়েল, এ বি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহেমদ ও ড্যানিয়েল স্যামস আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই।
[৫]হারপ্রীতেত কাছে দলটির তিন সেরা ব্যাটসম্যা কোহলি, ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্স। হারপ্রীত একাই ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এর আগে মাত্র ২০ টি-টোয়েন্টি খেলা হারপ্রীতে বিধ্বস্ত হয়েছেন কোহলিরা। এ আসরে তিনি এই প্রথম খেলতে নেমেছেন।
[৬]৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাভি বিষ্ণুই। এ ছাড়া ১ টি করে উইকেটনিয়েছেন রিলে মেরিডিথ, মোহাম্মদ শামি, ক্রিস জর্দান।
[৭]এর আগে পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৯১ রান। ৫৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৫টি ছয়ে।

[৮]আহেমদাবাদে দেখা গেছে গেইল ঝড়ও। মাত্র ২৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে করেন ৪৬ রান। মাঝে নিকোলাস পুরাণ, দীপক হুদা ও শাহরুখ খান আউট হন ০ রান করে। শেষ দিকে ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে রাহুলের সঙ্গে অপরাজিত ছিলেন হারপ্রীত ব্রার।
[৯]বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কাইল জেমিসন। একটি করে উইকেট নেন ড্যানিয়েল স্যামস, যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়