অহিদ মুুকুল : [২] জেলার পৌরসভা এলাকায় অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রি করার সময় পুলিশ এক যুবককে আটক করেছে।
[৩] আটক রাহী সোনাপুর সদর উপজেলার মোল্লা কাটপট্রির লিটনের ছেলে।
[৪] শুক্রবার দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পৌরসভার সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ আটক করে পুলিশ।
[৫] সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
[৬] ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ