শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়েছে প্রায় ২০ মণ হাঙ্গর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ২০ মন নিষিদ্ধ ছোট ছোট হাঙ্গর জব্দ করেছে কোষ্টগার্ড।

[৩] শুক্রবার দুপুরের দিকে বন্যপ্রানী সংরক্ষন আইনে জব্দকৃত হাঙ্গর আন্ধারমানিক নদীর তীরে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়েছে। এসময় উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম, রাবনাবাদ কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার বেলায়েত হোসেনসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] জানা গেছে, বৃহষ্পতিবার গভীর রাতে পায়রাবন্দর সংলগ্ন রাবনাবাদ মোহনা থেকে এফবি মাহিয়া নামের একটি মাছধরা ট্রলার থেকে এসব হাঙ্গড় জব্দ করে রাবনাবাদ কোষ্টগার্ড’র সদস্যরা। জব্দকৃত হাঙ্গড় উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

[৫] রাবনাবাদ কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন জানান, জেলেদের ইলিশের জালে এই ছোট সাইজের হাঙ্গরগুলো ধরা পরে। প্রায় বিশ লাখ টাকা মূল্যের এই হাঙ্গর উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

[৬] উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেষ ক্রমে জব্দকৃত হাঙ্গর আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়েছে।

[৭] এছাড়া বোর্ড মালিকসহ জেলেদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়