শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটরাইডার্সের টিম নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] চলমান আইপিএলে একের পর এক ম্যাচে ব্যর্থ। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। খেলোয়াড়দের পারফরম্যান্সের কোনও ধারাবাহিকতা নেই। সবচেয়ে বড় সমস্যা, ম্য়াচেরং রং বদলানোর মতো কোনও ব্যাটসম্যানই নেই নাইট রাইডার্সে। এ বার সেই নিয়েই প্রশ্ন তুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

[৩] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্সের হারের পর চাঁচাঝোলা ভাষায় গাভাস্কার বলে দেন, নাইট রাইডার্সের ঘুরে দাঁড়ানো অসম্ভব ছিল। কেকেআর-এর হাতে ভাল ব্যাটসম্যানই তো নেই। ডাগ-আউটের দিকে তাকালে আদৌ কি দায়িত্বশীল কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া যাবে। ওদের ব্যাটিং অর্ডার যদি দেখেন, শুভমন গিল বা মর্গ্যান বাদে ভাল ব্যাটসম্যান কোথায়? পাঁচে বা ছয়ে রাসেল ঠিক আছে। কিন্তু আমার মনে হয় দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠির মতো কাউকে আরও উপরে তুলে আনা উচিত।

[৪] সুনীল নারিনের উপরও তীব্র ক্ষোভ উগড়ে দেন সুনীল গাভাস্কার। সাকিব আল হাসানের ভাল পারফরম্যান্স না থাকার কারণে তার পরিবর্তে নারিনকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সে ভাবে তিনি জ্বলে উঠতে পারলেন কোথায়? গত বছরও পারফরম্যান্স ছিল না। এ বছরও নেই। তাকে এই বছর দলে নেওয়ার যৌক্তিকতাই কেউ খুঁজে পাচ্ছে না।

[৫] গাভাস্কার পরিষ্কার বলে দিয়েছেন, চারে বা পাঁচে নারিনকে নামানো মানে ওভার নষ্ট করা। যদি নারিনকে খেলাতেই হয় তাহলে উপরের দিকে খেলানো হোক। ওখানে অন্তত কয়েকটা বল ও ব্যাটে লাগাতে পারবে। এর সঙ্গেই তিনি যোগ করেন, কেকেআর-এর সব থেকে বড় সমস্যা হল, ওদের তিন, চার বা পাঁচে এমন কোনও ব্যাটসম্যান নেই, যে ম্যাচে প্রভাব ফেলতে পারবে। মোদ্দা কথা, নাইট রাইডার্সের টিম নির্বাচন যে সঠিক হয়নি, সেটাই পরিষ্কার করে বলে দিয়েছেন গাভাস্কার। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ হিন্দস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়