দিদারুল আলম: [২] চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিহাতুর ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর দাদী লায়লা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন।
[৩] শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জিহাতুর রাঙ্গুনিয়া কোদালা চা বাগান ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনোয়ার ইসলামের ছেলে বলে জানা গেছে।
[৪] বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
[৫] তিনি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত দাদি-নাতিকে হাসপাতালে আনে স্থানীয়রা। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। এর আধঘণ্টা পর জিহাতুর নামে চিকিৎসাধীন ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সম্পাদনা: হ্যাপি