শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁ সদর হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন

আশরাফুল নয়ন: [২] নওগাঁ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

[৩] নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো: সাইদুল হক বলেন, প্রথম চালানে ৫২ টি সিলিন্ডার এসেছে। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের ঘনত্ব ৬ দশমিক ৮ ঘন মিটার। দ্বিতীয় চালানে আরো ৮টি সিলিন্ডার আসবে। মোট ৯৬টি পয়েন্টে অক্সিজেন দেওয়া যাবে। রোগীদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ঠিক ততটুকু সরবরাহ করা সম্ভব।

[৪] স্বাভাবিক যে অক্সিজেন সিলিন্ডার আছে তা দিয়ে বেশি দেওয়া সম্ভব হয়না। তবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু হওয়ায় রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বেশি হয়। তারা এখন থেকে অক্সিজেন সুবিধা পাবেন।

[৫] তিনি আরো বলেন, সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যেখানে ৭টি বেড সমৃদ্ধ আইসিইউ ইউনিট ও ৬ টি বেড সুমৃদ্ধ এইচডিইউ ইউনিট থাকবে। এছাড়াও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবস্থা করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়