শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার সাভারে ব্যাংক কলোনী মহল্লায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এঘটনায় বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৩] বুধবার দুপুরে ব্যাংক কলোনী মহল্লার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

[৪] গ্রেফতার জঙ্গি সদস্যের নাম মো.সাইফুল ইসলাম (২২)। সে নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজার বিভাগের শিক্ষকের হিসেবে কর্মরত ছিলেন।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৩ টিকাটুলি, ঢাকা এর গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কয়েকজন সদস্য সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম নামে এক জঙ্গি সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবদে সে আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিম উদ্দিন রাহমানী, তামিম আল আদদানী, আলী হাসান উসামা, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানগনের জিহাদী বক্তব্য শুনে জিহাদের পথে উদ্ধুদ্ধ হয়েছে।

[৭] তারা দেশের বর্তমান নির্বাচনী ও ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেনা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করে।  দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করেনা এরা। নারী নেতৃত্ব বিশ্বাস করেনা এবং দেশ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড পরিচালনা করে থাকে।

[৮] সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত জঙ্গি সদস্যকে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়