শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঙ্গীরা যখন চাঁদে হাঁটছিলেন, তখন স্বার্থহীনভাবে ল্যান্ডার সামলেছিলেন পাইলট মাইকেল কলিন্স

আসিফুজ্জামান পৃথিল: [২] নাসায় জীবনের ৭ বছর কাটিয়েছেন কলিন্স। তার মৃত্যুর পর তারা নিজেদের বিবৃতিতে বলেছে, ‘আজ জাতি একজন সত্যিকারের পথপ্রদর্শককে হারালো। অ্যাপলো-১১ এর পাইলট হিসেবে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে একাকি মানুষ। তার সহকর্মীরা যখন চাঁদে হাটছিলেন, তিনি আমাদের জাতিকে একটি মাইলফলক অর্জনে সহায়তা করছিলেন।’

[৩] কলিন্স যখন অ্যাপলো-১১তে বসে ছিলেন, সেখানে কোনও মানুষ ছিলো না, কোনও আলো ছিলো না, ছিলো না কোনও বাতাস, এক শব্দহীনতার সাগরে বসে ছিলেন কলিন্স। ইতিহাসের কোনও মানুষ আর কখনই এমন নি:সঙ্গ অবস্থায় পড়েননি।

[৪] মাইকেল কলিন্স চাঁদে সরাসরি যাননি। তার পা চাঁদের মাটি স্পর্শ করেনি। তার স্পেসবুটে কখনই লাগেনি চন্দ্রধুলি। কিন্তু কলিন্স মানবজাতির এক গর্বিত ইতিহাসের অংশ। তিনি অ্যাপলো-১১ এর প্রধান চালক। যিনি স্বেচ্ছায় চাঁদে যাননি, যেনো তার দুই সঙ্গী নিল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন সফলভাবে চাঁদে নামতে পারেন। ইতিহাসের সঙ্গী না হয়ে তিনি বরং ইতিহাস তৈরি করাটাকেই গুরুত্ব দিয়েছেন।

[৫] ঈগল নামের ল্যান্ডারে করে চাঁদে যখন যাচ্ছিলেন বাজ আর নীল, তারা কমান্ড মডিউল কলম্বিয়ার একটি ছবি তুলেছিলেন পোর্টহোল দিয়ে। অসীমে স্থির দাঁড়িয়ে আছে কলম্বিয়া। যাতে একজনই মানুষের। ইতিহাসের নি:সঙ্গতম শেরপা মাইক কলিন্স। যিনি চলে গেলেন এক অমর ইতিহাসকে সঙ্গে নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়