তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে নেত্রীত্বদানকারী ও নাশকতা সৃষ্টিকারীদের অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা ।
[৩] বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১৪ সদস্যরা।
[৪] এর আগে বুধবার রাতে গ্রেফতারকৃত আসামীরা হলেন, সুলতানপুর গ্রামের শুক্কুর মিয়া ছেলে ইসহাক আল হোসাইন (৩০) ও বাসুদেব এলাকার হোসেন মিয়ার ছেলে আল আমিন মিয়া (১৮)। র্যাব-১৪ এর আভিযানিক দল গত ২৬,২৭,২৮ মার্চ তারিখে
[৫] নেত্রীত্বদানকারী, নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগকারীদের অন্যতম দুই আসামি জেলার সদর মডেল থানাধীন সুলতানপুর ও বাসুদেবপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামিদেরকে সদর মডেল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ