শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকার সেনার ছবিটি ৫ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি

রাশিদ রিয়াজ : লন্ডন অকশনে ইসলামিক ও ইন্ডিয়ান আর্ট বিভাগের চিত্রশিল্প হিসেবে বিক্রি হয়। এ ছবিটি পারস্য কোনো শিল্পীর আঁকা হলেও তার কোনো পরিচয় মেলেনি। লন্ডনের অকশন হাউস বনহ্যামস এ নিলামের আয়োজন করে। বনহ্যামস জানায় এটি কোনো পারস্য শিল্পীর আঁকা প্রথম চিত্রশিল্প হিসেবে পরিচিত। আফ্রিকার সৈনিকের একটি বেনামে ফারসি শিল্পীর আঁকা প্রতিকৃতি এবং এটি আফ্রো ব্যক্তিত্বের প্রথম ফারসি শিল্পকর্ম এবং সেইসাথে উপস্থিত আফ্রো সম্প্রদায়ের চিত্রিত সবচেয়ে দুর্লভ শিল্পকর্মের অন্যতম। এটি সংগ্রহ করা হয়েছে পারস্য উপসাগরীয় এলাকা থেকে।

এ চিত্রকর্মটি আঁকা হয় ১৬৮০ থেকে ১৬৯০ সালের মধ্যে। ছবিতে আফ্রিকার এক তরুণ সেনাকে সৈনিকের পোশাক পরিহিত পারস্যে তৈরি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সৈনিকটি সাফাবি সেনাবাহিনীর। বনহ্যামের ইসলামিক ও ভারতীয় শিল্প বিভাগের প্রধান অলিভার হোয়াইট বলেন, শিল্পী সৈনিকটির অবস্থান ও পেশা এবং পোশাকের উপরে তার আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলেছেন তার চিত্রকর্মে। হয়ত এ সৈনিক পূর্ব আফ্রিকা এবং ভারত মহাসাগর থেকে আরবে বাণিজ্য করতে এসে পারস্য উপসাগরে প্রবেশ করেছিলেন। যোগ দিয়েছিলেন পার্সিয়ান সেনাবাহিনীতে চাকরির শর্ত হিসাবে তাকে হয়ত মুক্তি দেওয়া হয়েছিল বা অন্য অনেকের মতোই তিনি কেবল শহরে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

বনহ্যামের কাছে এধরনের ২১টি চিত্রকর্ম রয়েছে। বনহ্যাম ব্রিটেনের সবচেয়ে প্রাচীন অকশন হাউস। এটি বিশে^র সবচেয়ে বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। ১৭৯৩ সালে এটি লন্ডনে যাত্রা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়