শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকার সেনার ছবিটি ৫ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি

রাশিদ রিয়াজ : লন্ডন অকশনে ইসলামিক ও ইন্ডিয়ান আর্ট বিভাগের চিত্রশিল্প হিসেবে বিক্রি হয়। এ ছবিটি পারস্য কোনো শিল্পীর আঁকা হলেও তার কোনো পরিচয় মেলেনি। লন্ডনের অকশন হাউস বনহ্যামস এ নিলামের আয়োজন করে। বনহ্যামস জানায় এটি কোনো পারস্য শিল্পীর আঁকা প্রথম চিত্রশিল্প হিসেবে পরিচিত। আফ্রিকার সৈনিকের একটি বেনামে ফারসি শিল্পীর আঁকা প্রতিকৃতি এবং এটি আফ্রো ব্যক্তিত্বের প্রথম ফারসি শিল্পকর্ম এবং সেইসাথে উপস্থিত আফ্রো সম্প্রদায়ের চিত্রিত সবচেয়ে দুর্লভ শিল্পকর্মের অন্যতম। এটি সংগ্রহ করা হয়েছে পারস্য উপসাগরীয় এলাকা থেকে।

এ চিত্রকর্মটি আঁকা হয় ১৬৮০ থেকে ১৬৯০ সালের মধ্যে। ছবিতে আফ্রিকার এক তরুণ সেনাকে সৈনিকের পোশাক পরিহিত পারস্যে তৈরি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সৈনিকটি সাফাবি সেনাবাহিনীর। বনহ্যামের ইসলামিক ও ভারতীয় শিল্প বিভাগের প্রধান অলিভার হোয়াইট বলেন, শিল্পী সৈনিকটির অবস্থান ও পেশা এবং পোশাকের উপরে তার আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলেছেন তার চিত্রকর্মে। হয়ত এ সৈনিক পূর্ব আফ্রিকা এবং ভারত মহাসাগর থেকে আরবে বাণিজ্য করতে এসে পারস্য উপসাগরে প্রবেশ করেছিলেন। যোগ দিয়েছিলেন পার্সিয়ান সেনাবাহিনীতে চাকরির শর্ত হিসাবে তাকে হয়ত মুক্তি দেওয়া হয়েছিল বা অন্য অনেকের মতোই তিনি কেবল শহরে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

বনহ্যামের কাছে এধরনের ২১টি চিত্রকর্ম রয়েছে। বনহ্যাম ব্রিটেনের সবচেয়ে প্রাচীন অকশন হাউস। এটি বিশে^র সবচেয়ে বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। ১৭৯৩ সালে এটি লন্ডনে যাত্রা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়