শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর স্ত্রী হঠাৎ অসুস্থ, স্কয়ার হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে তার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরজুমান আরা বেগম স্কয়ার হাসপাতালে ডাক্তার মাহবুব মনসুরের অধীনে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ স্বামীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন আরজুমান আরা। বুধবার তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এদিকে প্রায় দেড়মাস পর করোনামুক্ত হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রুহুল কবির রিজভী। স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়