শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজার মূল্যে অ্যাপলকে টেক্কা দিতে পারে একাধিক কোম্পানি

সুমাইয়া ঐশী: [২] মার্কিন কোম্পানিগুলোর মধ্যে বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর রেকর্ড এখন অ্যাপলের দখলে। তবে দ্রুতই এই রেকর্ড ভাঙতে চলেছে বেশ কয়েকটি কোম্পানি। এর মধ্যে আছে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মালিকানায় থাকা কোম্পানি অ্যালফাবেট। কোম্পানিগুলো ইতোমধ্যেই প্রায় এই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। সিএনএন, এবিসি৫৭, কেএমআইজেড

[৩] বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য ২ ট্রিলিয়নের চেয়ে কিছু কম। এছাড়া অ্যামাজন ১.৭ ট্রিলিয়ন এবং অ্যালফাবেটের মূল্য বর্তমানে দাঁড়িয়েছে ১.৫ ট্রিলিয়নে। খুব শিগগিরই এই মূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তখন ভাঙতে পারে অ্যাপলের রেকর্ড।

[৪] ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স, অ্যালফাবেট, মাইক্রোসফট এবং টেসলা এই সাতটি শীর্ষ টেক কোম্পানির সম্মিলিত বাজার মূল্য বর্তমানে ৯.৩ ট্রিলিয়ন। এটি এস অ্যান্ড পি ৫০০ সূচক অনুযায়ী আমেরিকার শীর্ষ ৫০০টি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য ৩৭.৫ ট্রিলিয়ন ডলারের এক চতুর্থাংশ।

[৫] এনিয়ে বিশ্লেষকরা বলছেন, আইবিএম, ওরাকল এবং সিসকোর মতো ১৯৯০ সালের শীর্ষ টেক কোম্পানিগুলো বিক্রি ও প্রবৃদ্ধি কমতে কমতে এক পর্যায়ে নিজেদের অবস্থান হারায়। তবে বর্তমানের শীর্ষ কোম্পানিগুলো সেই পথে হাঁটবে না বলেই মনে করছেন তারা। এ কারণে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যায় সম্প্রতি হতাশাজনক অবস্থান থাকলেও এই ধাক্কা দ্রুতই কোম্পানিটি কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়