শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আরোও একটি কমিটি গঠন

স্বপন দেব : [২] মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের আরও একটি কমিটি তদন্ত শুরু করেছে।বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৩] গত ২৫ এপ্রিল জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানাকে আহবায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

[৪] কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা, সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মো. আলীম উদ্দিন, জালালাবাদ গ্যাস কুলাউড়ার ব্যবস্থাপক আব্দুল ওহাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়ার উপসহকারী প্রকৌশলী আনসারুল কবীর এবং কমিটির সদস্য সচিব জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মো. রুহুল আমীন। তদন্ত শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) দুপুরে তদন্ত কমিটি আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুনে পুড়ে যাওয়া ইউনিয়ন কার্যালয় ঘুরে দেখেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সচিব, মেম্বারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

[৬] জানা যায়,গত রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউনিয়ন পরিষদ ভবনের সেমিপাকা ৫টি কক্ষ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

[৭] আগুনে চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ছাই হয়ে যায়।

[৮] এছাড়া মৌলভীবাজারের জেলা প্রশাসকের নির্দেশনায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরাকে আহ্বায়ক করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করে দেন। সরেজমিনে তদন্ত করে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়