মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর পাংশায় ৮ মামলা থাকার পরেও আবার মনোয়ার মন্ডল ওরফে (মনো ৩৫) নামের একজনকে ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজসহ গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
[৩] অভিযান পরিচালনা করেন পাংশা মডেল থানার এস.আই মোঃ হুমায়ুন রেজা, এস.আই মোঃ মাহবুবুল আলম, এ.এস.আই মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
[৪] মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক মন্ডলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোয়ার হোসেন মনো উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
[৫] মনোয়ার মন্ডল মনোর বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক ও মারামারিসহ মোট ০৮ টি মামলা রয়েছে। উক্ত আসামী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদলের সক্রীয় সদস্য ছিল।
[৬] পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন মনোয়ার মন্ডল মনো ২ টি জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত এবং মোট ৮টি মামলার আসামি দীর্ঘদিন যাবত পলাতক হয়ে ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো। আমরা দীর্ঘদিন যাবৎ আসামির খোজ খবর নিতে থাকি গোপন সংবাদের ভিত্তিতে মৌরাট ইউনিয়নের বাগদুলি এলাকায় হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সম্পাদনা: জেরিন