স্পোর্টস ডেস্ক: [২]করোনা ভাইরাসের প্রোকোপে দিশেহারা ভারত। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশটিতে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই মুহূর্তে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকলেও অস্বস্তিতে রয়েছে আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা। কারণ বাংলাদেশের মতো ভারতের সাথে যোগাযোগ বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডরা। যার কারণে আইপিএল ছাড়তে চাচ্ছে বিদেশি ক্রিকেটাররা।
[৩]এরই মধ্যে আইপিএলে ছেড়েছেন তিন অস্ট্রেলিয়ান- অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। রাজস্থান রয়্যালস পেসার টাই অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ হওয়ার উদ্বেগে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার কথা বললেও জাম্পা ও রিচার্ডসন ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন। তবে বিসিসিআই জানিয়েছে নিরাপদে সাকিব- মোস্তাফিজ কিংবা ওয়ার্নারদের বাড়ি পৌঁছায় দিবে।
[৪]বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, উদ্বেগের কোনো কারণ নেই। আইপিএল শেষে বিদেশি সব ক্রিকেটারকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করা হচ্ছে।
[৫]বিসিসিআই’র প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন জানান, আমরা বুঝতে পারছি, টুর্নামেন্ট শেষে আপনাদের বাড়ি ফেরা নিয়ে চিন্তা আছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি এটা নিয়ে চিন্তার কিছু নেই। নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে বিসিসিআই সব ব্যবস্থা করবে।- আইপিএল