ইসমাঈল ইমু: [২] মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
[৩] এরই ধারাবাহিকতায়, যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার ঘাঁটির পাশ্ববর্তী এলাকার দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।