কামাল বড়ুয়া: হাত জোড় করে হাঁটু গেড়ে বসে আছেন ভারতের মধ্যপ্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার। অক্সিজেনের অভাবে রোগীরা যখন ছটফট করে মারা যাচ্ছিলো রাজ্য সরকারের প্রভাবশালী মন্ত্রী হয়েও তিনি যখন নিরুপায়, এদিক ওদিক অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলেন না, তখনই এগিয়ে এলো এলইডি বাল্ব তৈরি করা একটি কোম্পানি ‘সূর্য’।
কোম্পানিটি নিজেদের প্ল্যান্ট বন্ধ করে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের সিদ্ধান্ত নেয়। তাদের এই প্রশংসনীয় কাজের জন্যই মন্ত্রী মহোদয় শ্রদ্ধা আর ভালবাসার আবেগে হাঁটু গেড়ে বসে দুই হাত জোড় করে ‘সূর্য’ বাল্ব কোম্পানির ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতা জানালেন। ফেসবুক থেকে