শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটায় ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

অমল তালুকদার: বরগুনার পাথরঘাটায় মাটি পরিবহনের ট্রলির নিচে চাপা পড়ে একটি শিশুর প্রাণ ঝড়লো । ওই শিশুটির নাম তামান্না (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিজলাঠিমারা গ্রামের ওয়াহেদ মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শিশু তামান্না ওই এলাকার দুলাল খানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, শিশু তামান্না ও তার সহপাঠি জান্নাতি দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মক্তবে কোরআন শরীফ পড়তে বের হয়। যাওয়ার পথে ওয়াহেদ মেম্বারের বাড়ির সম্মুখে এলে পিছন থেকে চায়না প্রজেক্টের আওতায় মাটি সরবরাহের কাজে নিয়োজিত একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কুমু জানান, শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পাথরঘাটা থানার (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ঘাতক ট্রলির চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়