শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশী খেলোয়াড় সঙ্কট; অন্য দলের কাছে হাত পাতছে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক : [২] স্টোকস-আর্চারের মতো তারকা ক্রিকেটারদের ছিটকে যাওয়া, লিভিংস্টোনের বায়োবাবলে ক্লান্তি এরপর রিচার্ডসনের করোনার ভয়ে দেশে ফেরা, এভাবে একের পর এক বিদেশী ক্রিকেটার চলে যাওয়াতে বিপদে পড়েছে রাজস্থান রয়্যাল। টুর্নামেন্টে মাত্র ৫ ম্যাচ খেলার পরই দলে বিদেশী ক্রিকেটার সঙ্কট দেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিতে।

[৩] মাত্র ৪ বিদেশী থাকায় যেকোন মুহুর্তে কেউ ইনজুরিতে পড়লে হয়ত তিনজনকে নিয়েই খেলতে হবে সঞ্জু স্যামসনকে। এমতবস্থায় সঙ্কট কাটাতে অন্য দলের কাছে বিদেশী ক্রিকেটারের আবেদন করেছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস।

[৪] আসরের শুরুতেই বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বেন স্টোকস। এরপর প্রতিযোগিতায় একটিও ম্যাচ না খেলে ছিটকে যান জোফরা আর্চার। জৈব সুরক্ষা বলয়ে ক্লান্ত হয়ে দেশে ফিরে যান লিয়াম লিভিংস্টোন। না পাওয়ার তালিকায় নতুন সংযোজন অ্যান্ড্রু টাই। রাজস্থানের হাতে আপাতত পড়ে থাকা চার বিদেশি ক্রিকেটার হলেন জস বাটলার, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান এবং ডেভিড মিলার।

[৫] আইপিএল-এর নিয়ম অনুযায়ী, ২০তম ম্যাচের পরের দিন সকাল ৯টা থেকে লোন উইন্ডো শুরু হবে। শেষ হবে ৫৬তম লিগ ম্যাচের দিন দুপুরে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, চেন্নাই এবং হায়দরাবাদের কাছে বিদেশি ক্রিকেটার চেয়ে আবেদন করেছে রাজস্থান।

[৬] উল্লেখ্য, আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে মোস্তাফিজরা। যেখানে জয় দুটিতে আর পরাজয় ৩ টি তে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে দলটি। নিজেদের পরবর্তী ম্যাচে বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নামবে স্যামসনের দল। - আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়