শিরোনাম
◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসিয়ান সম্মেলনে মিয়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ দূত

লিহান লিমা: [২] ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিয়ানমারে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লিয়াংয়ের সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত স্কারনার বার্গনার। নিক্কি এশিয়ান রিভিউ

[৩] জাতিসংঘ দূত এই বৈঠক সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আসিয়ান সূত্র বলছে, বৈঠকে জাতিসংঘ দূতের কাছে মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে কারচুপি হওয়ার অভিযোগ তুলেছেন হ্লিয়াং। অন্যদিকে জাতিসংঘ দূত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দেশটি সফর করতে চেয়ে অনুরোধ করেছেন। তবে এ অনুরোধের কোনো উত্তর দেন নি মিয়ানমার জেনারেল।

[৪] আসিয়ানের আঞ্চলিক কূটনৈতিকরা বলছেন, জান্তা সরকারের প্রধান এই সফরের পূর্বশর্ত অনুযায়ী জাতিসংঘ দূতের সঙ্গে দেখা করায় তারা আশাবাদী। এই সময় এই সফরে মিয়ানমারের জেনারেলকে আমন্ত্রণ জানানো মানে তাকে বৈধতার স্বীকৃতি দেয়া, সমালোচকদের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেন। যদিও সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আসিয়ান সম্মেলনে জেনারেল হ্লিয়াংয়ের যোগদানকে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করে জানায়, মিয়ানমার আসিয়ান দেশগুলোর সঙ্গে ঘনিষ্ট সহযোগিতা বজায় রাখছে।

[৫] এর আগে সম্মেলনে গৃহীত মিয়ানমার বিষয়ক যৌথ সিদ্ধান্তপত্রে আাসিয়ান নেতারা দেশটিতে মানবিক সহায়তা প্রদান করাসহ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আসিয়ানের বিশেষ দূত নিয়োগ দেয়ার বিষয়ে সম্মত হন।

[৬] জার্কাতা আসিয়ানের মিয়ানমার দূত হিসেবে ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান ওয়ারজুদের নাম প্রস্তাব করেছে। তিনি ২০১০-১১ মেয়াদে জাতিসংঘের ‘বৈশ্বিক নির্বাচন, গণতন্ত্র ও নিরাপত্তা কমিশন’ এর সদস্য ছিলেন ও ৬৭তম জাতিসংঘ সাধারণ সম্মেলনে উচ্চ পর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়ারজুদ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের ধর-পাকড় ও গণহত্যার সমালোচনা করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়