শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাভার্ডভ্যানে মিলল ২৮হাজার পিস ইয়াবা, চালক আটক

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারকারী চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৮হাজার পিচ ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মালবাহী কাভার্ডভ্যান গাড়ি জব্দ করা হয়।

[৩] আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ(২৮)। সে কক্সবাজার টেকনাফ পুর্ব রঙ্গীখালি এলাকার ইউনুচের পুত্র।

[৪] লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার রাশিদুল হক স্যার ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু স্যারের নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা গেইটের সামনে হতে চট্টগ্রাম অভিমূখী একটি লবনবাহী কাভার্ডভ্যান থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২৮হাজার পিচ ইয়াবাসহ মাদক পাচারকালে গাড়ির চালককে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৮৪ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

[৫] আটককৃত চালক জানান, তাকে উক্ত ইয়াবাগুলো কক্সবাজার জনৈক ব্যক্তি চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার করতে দিয়েছি। ইয়াবাগুলো চট্টগ্রামে পৌঁছাতে পারলে তাকে মোটা অংকের টাকা দিবে বলছে।

[৬] আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৬ এপ্রিল সোমবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়