আসাদুজ্জামান: [২] করোনাকালীন সময়ে সাতক্ষীরায় ৩১৪ জন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতি কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সম্মানী ভাতার চেক বিতরণ করা হয়েছে।
[৩] রোববার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে উক্ত চেক বিতরন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
[৪] প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে এসময় ১০হাজার টাকার সম্মানী ভাতার চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন, কন্ঠশিল্পি আবু আফ্ফান রোজ বাবু, শামিমা পারভীন রত্না প্রমূখ।