শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নতুন করে আরও ১৭১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১১

দিদারুল আলম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৩০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭১ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৪১ জন এবং বিভিন্ন উপজেলার ৩০ জন।

করোনায় মৃত্যর সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রামে। গত তের মাসের মধ্যে গত ১০ এপ্রিল ৯ জনের মৃত্যু দেখলেও পনের দিনের মাথায় এবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ জনে। তাদের মধ্যে নগরের ৮জন আর উপজেলার ৩জন। অথচ শুক্রবার (২৩ এপ্রিল) মৃতের সংখ্যা ছিল চারজনে। শনিবার (২৪ এপ্রিল) নতুন ১১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচশ’ছুঁই ছুঁই ৪৯৭।

চট্টগ্রামে ৫টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (২৫ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪৩টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৩০ জন। বিভিন্ন উপজেলায় ১৩টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৭ জন, উপজেলায় ৮ জন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ নমুনা পরীক্ষায় ২৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২২ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১২ নমুনা পরীক্ষায় ৩৫ জন পজিটিভ, নগরে ২৭ জন, উপজেলায় ৮ জন। আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৬২ টি নমুনা পরীক্ষায় ৩৯ জন পজিটিভ। মহানগরে ৩০ জন, উপজেলায় ২ জন। মেডিকেল সেন্টার হাসপাতলে ১৪ নমুনা পরীক্ষায় ২ জনের পজেটিভ। ২ জনই নগরে।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ৩ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ৬ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাউজান ৬ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ৫ জন, মিরসরাই ৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৮ হাজার ৮৮৭ জনে। এর মধ্যে মহানগরীতে ৩৯ হাজার ২৪১ জন, উপজেলায় ৯ হাজার ৬৪৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১১ জন, মোট ৪৯৭ জন। মহানগরীতে ৩৭০ জন, বিভিন্ন উপজেলায় ১২৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়