ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার দেশটির রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ইবনে খতিব হাসপাতালে এই দুর্ঘটনা ঘটেছে। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স
[৩] ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
The fire caused many of the oxygen tanks designated to support the #COVID19 patients in the hospital to explode. #Baghdad so far dozens of victims have been reported. pic.twitter.com/OAC8Jt3jq3
— Steven Nabil (@thestevennabil) April 24, 2021
[৪] তিনি আরো বলেন, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকে উদ্ধার করেছে।
[৫] অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে রোগী ও আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।