শিরোনাম

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: আপনি নিশ্চয়ই চাননা নিজে মরতে!

হাসান মোরশেদ: ধরে নিলাম সরকার খারাপ। অতিমারি নিয়ন্ত্রণে সরকার আসলে কিছুই করেনি। সরকার চায় লাখ লাখ মানুষ মরে যাক। আপনি নিশ্চয়ই চাননা নিজে মরতে, পরিবারের মানুষ, চারপাশের মানুষ না মরতে। গত এক বছর দু মাসে অন্তত এর ভয়াবহতা সম্পর্কে তো জানার কথা।

অন্তত জানার কথা মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, জনসমাগম এড়িয়ে যেতে হবে। পর্যটন কেন্দ্র খুলে দিলেই আপনাকে দৌড়াতে হবে কেন? রেস্টুরেন্ট খুলে দিলেই খাওয়ার জন্য ঝাঁপিয়ে পরতে হবে কেন? শপিং মল খুলে দিলেই ঈদের কাপড় কিনতে যেতেই হবে? অক্সিজেনের চেয়ে এসব কোনো কিছুই তো জরুরি নয়। আর আপনি নিশ্চয়ই সব ব্যবসায়ীদের ব্যবসা বাঁচানোর জন্য নিজেকে শহীদ করতে যাচ্ছেন না। যাচ্ছেন আপনার ভোগ প্রবণতার শিকার হয়ে। যার ব্যবসা সে বুঝবে কী করে টিকবে।  জান টিকানোর চেয়ে কিছুই জরুরি না। নিজেকে আমি দুর্বল স্নায়ুর মানুষ ভাবিনা। এই অতিমারি কালেও একের পর নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে সিঙ্গেল হ্যান্ডে।

এখন আমিও স্নায়ুবিক চাপ বোধ করি। আর কতো? ঘুম ভেঙ্গেই চেনা পরিচিত মানুষের মৃত্যু সংবাদ শুনি, সারাদিন শুনি, মৃত্যু সংবাদ নিয়ে ঘুমাতে যাই। এ কেমন জীবন যাপনের ঘোরে পরে গেলাম আমরা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়