মাহিন সরকার: [২] বাংলাদেশের বিপক্ষে করা দ্বিতীয় সেঞ্চুরিকে দেড়শর ঘরে নিলেন দিমুথ করুণারত্নে। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার অধিনায়ক এজন্য খেলেছেন ৩১০ বল। ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৯৬ রান করেন তিনি। পঞ্চম দেড়শতক হাঁকিয়ে এবার সেই ইনিংস ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান। ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে তার জুটি দুইশর পথে ছুটছে।
[৩] সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১৮.৩ ওভারে ৩৮২/৩ (করুণারত্নে ১৬০*, ধনঞ্জয়া ১১৭*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লেয়ার।