শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একের পর এক শ্রমিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্রমাগত ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে: জলি তালুকদার

শরীফ শাওন: [২] গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, হাজারো শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার গত ৮ বছরেও সম্পন্ন হয়নি। গ্রেফতারকৃত মালিকসহ দায়ীদের মুক্তি দেয়া হয়েছে, এর জবাব সরকারকে দিতে হবে।

[৩] রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের অষ্টম বর্ষপূর্তিতে শনিবার পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি সরকারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের রক্ষা চেষ্টার নিন্দা জানান। অবিলম্বে সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

[৪] সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ বলেন, রানা প্লাজার ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের জন্য স্থায়ী পুনর্বাসন করা খুব জরুরি হওয়া সত্ত্বেও সে ব্যাপারে কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি। তিনি রানা প্লাজার জায়গা অধিগ্রহণ করে আহত ও স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানান।

[৫] মন্টু ঘোষ বলেন, চলমান করোনা পরিস্থিতিতে দেশের শ্রমিক ও শ্রমজীবী মানুষের উপর সীমাহীন জুলুম-নির্যাতন নেমে এসেছে। এই অবস্থায় সরকার খাদ্য, চিকিৎসা, চাকুরির নিরপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় শ্রমজীবী মানুষ ভয়াবহ সংকটের মুখে পতিত হয়েছে।

[৬] গার্মেন্ট শ্রমিক টিইউসি’র দাবি, অবিলম্বে বাঁশখালী, রানা প্লাজা ও তাজরিনসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের উপর জুলুম-নির্যাতন বন্ধ করে খাদ্য, স্বাস্থ্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসাথে ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসে সমগ্র গার্মেন্ট শিল্পে সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়