শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ক্লাব বদল করছেন!

স্পোর্টস ডেস্ক : [২] গুঞ্জন শুরু হয়ে গেছে। লা লিগায় আসন্ন দলবদল মৌসুমেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদে ফেরাচ্ছেন কোচ ওলে গানার সোলশায়ার। এ নিয়ে নাকিজুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। এদিকে নতুন মৌসুম নিয়ে এখনও মুখ না খুললেও, মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা দিনে দিনে আরও জোরালো হচ্ছে।

[৩] রিয়াল মাদ্রিদ আর রোনালদো যেন এক অবিচ্ছেদ্য অংশ। স্প্যানিশ এই ক্লাবটিকে প্রায় সব শিরোপাই জিতিয়েছেন পর্তুগিজ যুবরাজ। তবুও ক্রিশ্চিয়ানো রোনালদো কখনই ছিলেন না মাদ্রিদের ঘরের ছেলে। পান থেকে চুন খসলেই বার্ন্যাবুয়ে দর্শকদের তিরস্কারও ঝুটেছে তার কপালে।

[৪] রিয়ালের পাট চুকিয়ে গিয়েছিলেন ইতালিতে। কিন্তু থিতু হতে পারছেন কই! ব্যক্তিগত পারফর্মেন্সে ঠিকই উজ্জ্বল রোনালদো। কিন্তু জুভেন্টাসের পারফর্মেন্স যে ম্লান। টানা ব্যর্থ চ্যাম্পিয়ন্স লিগে। এবার ইন্টারের কাছে হারার অপেক্ষায় লিগ টাইটেলও।

[৫] রোনালদোকে কেন্দ্র করে খেলাতেই নাকি এমন হাপিত্যেশ জুভেন্টাসের মন্তব্য ক্লাবটির অনেক সাবেকদের। তাইতো খবর- তুরিনো ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো। জেনোরার বিপক্ষে ম্যাচে জার্সি ছুড়ে ফেলে সে আলোচনায় দিয়েছেন বাড়তি মাত্রা।

[৬] এখন প্রশ্ন সিআরসেভেনের গন্তব্য তবে কোথায়? আলোচনায় এসেছে পুরোনো ক্লাব রিয়ালের নাম। তবে জিদানের গুডবুকে না থাকায় সে সম্ভাবনা শুরুতেই যাচ্ছে ভেস্তে। এ দৌড়ে আছে ক্রিশ্চিয়ানোকে তারকা করার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

[৭] রেড ডেভিলরা যে আসন্ন মৌসুমে কাভানিকে যে ছেড়ে দিচ্ছে সেটা নিশ্চিত। সেক্ষেত্রে খালি হচ্ছে ৭ নম্বর জার্সিখানা। আর এখানেই দেখা মিলতে পারে রোনালদোর।

[৮] এদিকে বার্তেমিউকে হটিয়ে যে কয়েকটি প্রতিশ্রæতি দিয়ে বার্সার সভাপতির পদে জিতেছিলেন লাপোর্তে তার একটি মেসিকে ক্লাবে ধারে রাখার। তবে সেখানেও নেই কোনো আপডেট। এমনিতেই আর্থিক অবস্থা ভালো নয় কাতালান ক্লাবটির। বিপরীতে তাকে পেতে পেট্রোল বিক্রির টাকার ঝুলি নিয়ে বসে আছে পিএসজি ও ম্যানসিটির মালিকরা।

[৯] তবে সে সম্ভানায় এগিয়ে প্যারিসিয়ানরা। মেসিকে পিএসজিতে নেওয়ার মধ্যস্থতা হিসেবে নাকি কাজ করছেন নেইমার। সঙ্গে আছেন আর্জেন্টাইন স্বদেশি কোচ পচেত্তিনো। তাইতো বার্সা সমর্থকদের শঙ্কার পালে লেগেছে বাড়তি হাওয়া। - মার্কা / দ্য সান/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়