শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসতবাড়ির পানির হাউস ধসে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বাড়িতে ব্যবহৃত পানির হাউস ধসে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এসময় দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুর রহমান (৭০) ও তার পুত্রবধূ সাওদা আক্তার (২২)। আহতরা হলেন-রাব্বী (১২) ও রোহান (৮) নামে দুই শিশু। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এক সপ্তাহ আগে বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউস তৈরি করেছিলেন আব্দুর রহমান। পিলার না দিয়ে ঢালাই শুকানোর আগেই হাউজটি ব্যবহার শুরু করেন পরিবারের সদস্যরা।

ওসি আরও জানান, শুক্রবার বিকেলের দিকে পানির অতিরিক্ত চাপে হাউসের দেয়াল চারদিকে ছিটকে পড়ে। এতে সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আব্দুর রহমান, শিশু রাব্বী ও রোহান। তাদের নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান। আর শিশু দুটিকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়