শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসতবাড়ির পানির হাউস ধসে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বাড়িতে ব্যবহৃত পানির হাউস ধসে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এসময় দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুর রহমান (৭০) ও তার পুত্রবধূ সাওদা আক্তার (২২)। আহতরা হলেন-রাব্বী (১২) ও রোহান (৮) নামে দুই শিশু। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এক সপ্তাহ আগে বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউস তৈরি করেছিলেন আব্দুর রহমান। পিলার না দিয়ে ঢালাই শুকানোর আগেই হাউজটি ব্যবহার শুরু করেন পরিবারের সদস্যরা।

ওসি আরও জানান, শুক্রবার বিকেলের দিকে পানির অতিরিক্ত চাপে হাউসের দেয়াল চারদিকে ছিটকে পড়ে। এতে সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আব্দুর রহমান, শিশু রাব্বী ও রোহান। তাদের নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান। আর শিশু দুটিকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়