শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনিরুল ইসলাম: আমি এখন বুঝতে পারি মানুষ কেন প্রয়োজন ছাড়া সব বিধি-নিষেধ উপেক্ষা করে বাইরে বেরোতে চায়

মনিরুল ইসলাম: বরাবরই আমি কিছুটা ঘরকুনো। চাকরি জীবনের শুরু থেকেই ছুটির দিনে ঘরে কাটিয়ে দেওয়ার অভ্যাস। করোনা অতিমারি আসার আগে পর্যন্ত এই অভ্যাস ধরে রেখেছি। একদিনের ছুটি মানে সারাদিন ঘরে থাকা, নিজের মতো করে থাকা, পছন্দমতো কাজ করাকে আমি সুযোগ হিসেবেই জেনেছি। গত বছর মার্চের শেষ দিকে মহামারির কারনে সাধারণ ছুটি ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়, ঘরে থাকার চেয়ে বাইরে যাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়।

১৪/০৩/২১ খ্রিঃ স্পেশাল ব্রাঞ্চে যোগদান করার পর ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়। আবার শুক্রবার খুঁজতে শুরু করি। কিন্তু পরপর দুটো শুক্রবার হেফাজতিকাণ্ডে নষ্ট হয়ে যায়। এর মধ্যে শুরু হয় সর্বাত্মক লকডাউন। ১৪/৪/২১ খ্রিঃ থেকে সর্বাত্মক লকডাউনে পুরোপুরি ‘ঘর বন্দী’। গত কয়েকদিনে আর বারের কোন হিসাব নাই, শুধু দিন রাতের হিসাব আছে। আমি এখন বুঝতে পারি মানুষ কেন প্রয়োজন ছাড়া সব বিধি-নিষেধ উপেক্ষা করে বাইরে বেরোতে চায়। আমি এখন ঘণ্টা ধরে দিনের হিসাব করি, কবে আবার বাইরে বেরোবো, স্বাভাবিক জীবনে ফিরবো।

পূনশ্চঃ কোনো কোনো অতি অনুভূতিধারীগণ প্রশ্ন রাখতেই পারেন যে, মহামারি কেমন করে শেষ হবে। তাদের অতি অনুভূতিতে আঘাত লাগবে জেনেও বলি, ইজরায়েলে ৮১ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পর মাস্ক পরার বাধ্যবাধতা তুলে দিয়েছে। অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দিতে পারলেই করোনা সাধারন ঠান্ডা জ্বরে পরিণত হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়