শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁ ধামইরহাটে ফেনসিডিলসহ দুই কথিত সাংবাদিক আটক

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপনারায়নপুর এলাকা থেকে ফেনসিডিলসহ মাহাবুব আলম রানা (৩২) ও সঞ্জয় কুমার দাশ জয় (২৭) নামে দুই জন কথিত সাংবাদিককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৬টার দিকে ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর থেকে দুই বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

[৪] আটককৃত মাহাবুব আলম রানা নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসতেন। সে নওগাঁ সদর উপজেলার লাটাপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে।

[৫] অপর সঞ্জয় কুমার দাশ জয় নিজেকে বিবিসি নিউজ২৪ ডটকম এর নওগাঁ জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন তিনি নওগাঁ হাট-নওগাঁ সদরের কালীতলা এলাকার সন্তোষ কুমার দাশের ছেলে।

[৬] ধামইরহাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, তারা সাংবাদিক পরিচয় দিয়ে নিয়মিত ধামইরহাট ও পতœীতলা উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল খাওয়ার জন্য আসত এবং সাথে নিয়ে যেত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রুপনারায়নপুর থেকে ফেনসিডিল সহ তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ফেজার মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে তাদেরকে প্রেরন করা হয়েছে।

[৭] ওসি আরো বলেন, কথিত সাংবাদিক মাহবুব আলম রানার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নওগাঁর পতœীতলা ও নওগাঁ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়