শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কষ্টে আছেন মোহনগঞ্জের আওয়ামী লীগ নেতা কারি শামছুদ্দিন

সাইফুল আরিফ:[২] ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আট বছর ধরে শয্যাশায়ী হয়ে কষ্টে দিনযাপন করছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈষ্ঠ্য আওয়ামী লীগ নেতা কারি শামছুদ্দিন।তিনি বর্তমানে মোহনগঞ্জ তার ছোট পাইকুড়া গ্রারে বাড়িতে রয়েছেন। শামছুদ্দিন এক সময় আওমামী লীগের সক্রিয় নেতা ও জেলা উলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।

[৩] এতটা বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার পরও দলের কোন নেতা-কর্মী দেখতে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।জানা গেছে, ১৯৬২ সালে তিনি আওয়ামী লীগের যোগ দেন। পরে ১৯৬৭ সালে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর আ. মমিন তাকে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের জন্য ঢাকায় পাঠান। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি নেত্রকোনার জেলায় ওলামা লীগ গঠন করে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।

[৪] পরবর্তীতে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগে প্রথমে কোষাধ্যক্ষ ও পরে সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে কারি শামছুদ্দিন মহেশ খলা ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের সেবায় নয় মাস অতিবাহিত করে দেশে ফেরেন।তবে তার ক্ষোভ, তার সাথে যারা সেবায় নিয়েজিত ছিলেন তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধার সনদ পেলেও তিনি পাননি ।

[৫] শামছুদ্দিন আক্ষেপ করে বলেন, মহেশ খলা ক্যাম্পে কাজ করার প্রমাণাধি আছে, আমি আমার উপযুক্ত সম্মান পেতে চাই।তিনি বলেন, দলের দুর্দিনে আমি সব সময় পাশে ছিলাম বর্তমানে আমি ব্রেন স্ট্রোসহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমার পাশে আজ দলের কোন নেতা-কর্মী নেই । কেউ দেখতেও আসে না কোনদিন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়