যশোর প্রতিনিধি: [২] এমএম কলেজের দক্ষিণগেট কলাবাগান পাড়ায় এক দম্পতিকে মারপিটে জখম করার অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) ওই এলাকার কামরুল হাসান বিপ্লব (৩৯) বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
[৩] আসামিরা হলো, একই এলাকার মৃত নজির মিয়ার ছেলে মনু মিয়া (৩৫), পলাশ (২৭), আবুল বাশার ওরফে কানা বাশার (৬৫) ও তার ছেলে তুহিন (৩৫)।
[৪] এজাহারে কামরুল হাসান বিপ্লব উল্লেখ করেছেন, আসামিরা এলাকায় মাদক কেনাবেচা করে বেড়াই। এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আশংকায় তাদের নিশেধ করি। কিন্তু তারা নিশেধ অমান্য করে মাদক দ্রব্য বিক্রি করার চেষ্টা করে। বাঁধা দেয়ায় তাদের সাথে পূর্ব শত্রুতা গড়ে উঠে।
[৫] গত ২০ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি প্রয়োজনীয় কাজে এমএম কলেজের দক্ষিণগেট কলাবাগান কালুর চায়ের দোকানের সামনে গেলে আসামিরা তাকে ঘিরে ধরে এবং লাটি সোটা নিয়ে আক্রমন করে। তাকে বেধড়ক মারপিট করে।
[৬] এ সময় চিৎকার শুনে তার স্ত্রী সাবিনা আক্তার তিশা (২৮) এবং মামী সুফিয়া বেগম (৫৫) এগিয়ে আসলে তাদেরকেও মারপিটে জখম করা হয়। পরে তাকে ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
[৭] এরপর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতারে ভর্তি করে।