শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় চাঁদা দিতে অস্বীকার করায় ঠিকাদারকে বেধরক মারধর, থানায় মামলা

ডেমরা প্রতিনিধি : [২] দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা দিতে অস্বীকার করায় রাজধানীর ডেমরায় দিন দাহারে মোশাররফ হোসেন সানি (৪০) নামে এক ভবন নির্মাণ ঠিকাদারকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তাকিস বাহিনী হত্যার উদ্যোশ্যে বেধরক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] এক সূত্র জানা যায়, সন্ত্রাসীরা ঠিকাদারকে সজোরে ঘুষি দিয়ে তার নাকের হাড় ভেঙ্গে ফেলে ও বাম চোখে মারাত্মক রক্তাক্ত জখম করে। পাশাপাশি দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে তার মাথায় আঘাত করে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

[৪] এ সময় সানির বাম পকেটে থাকা ব্যবসার ১ লক্ষ ৭৬ হাজার টাকা ও দামি একটি এনড্রয়েট মোবাইল সেট লুটে নেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধার পরে অভিযুক্ত তিন জনসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সানী। গত বুধবার জোহর বাদ মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আসামিরা হল-মাতুয়াইল গার্লস স্কুল সংলগ্ন জাপানি আনিসের ভাই মো. আমিনুলের ছেলে তাকিস (৩১), পশ্চিম শান্তিবাগ এলাকার মো. সাকিল (২৬) ও ডগাইর আইডিয়াল স্কুল রোড এলাকার মো. ইউসুফের ছেলে মো. তুষার (২৬)।

[৫] ভুক্তভোগী সানি জানায়, বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের ঠিকাদারি করি বলে প্রতিনিয়ত তাকিস বাহিনী আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। বুধবার জোহরের নামাজের সময় পূর্ব পরিকল্পিতভাবে তারা মধুবাগ মসজিদের সামনে ওঁৎ পেতে থাকে। এদিকে মসজিদ থেকে বেরিয়ে সামনে আসতেই তাকিস বাহিনী আমাকে মারধর শুরু করলে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

[৬] এলাকাবাসীর অভিযোগ, তাকিস বাহিনীর বিরুদ্ধে জমি ক্রয় বিক্রয়, ভবন নির্মাণে ও যানবাহস স্ট্যান্ডে চাঁদাবাজি, সন্ত্রাসী ও এলাকায় মাদক বিক্রিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে যা ওপেন সিক্রেট। তাছাড়া ইয়াবাসহ কয়েক বছর আগে ইয়াবাসহ গ্রেফতার হয়ে তাকিস থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারায়।

[৭] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আমি তদন্ত সাপেক্ষে মামলা নিয়েছি। দ্রুত ওইসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা; জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়