শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন টিকা নেওয়ার সময় বললেন মাহি

বিনোদন ডেস্ক: এবার মাহিয়া মাহি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন । এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহি। টিকা নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। মাহি বলেন, 'মা মুরগি যেমন পাখা দিয়ে তার সন্তানদের ঢেকে রাখে তেমন করে আগলে রাখা মানুষের সংখ্যা আমার জীবনে খুব কম । উম্... ৩/৪ জন হবে। যাদের অবদান আমি আমৃত্যু ভুলবোনা ইনশাআল্লাহ। তায়েব ভাইয়া তাদের মধ্যে একজন ।

মাহি লিখেছেন, প্রিয় তায়েব ভাইয়া, ধরেন আমি আর আপনি খালের উপরের একটা ছোট্ট সাঁকো পার হবো বলে ঠিক করেছি । কাহিনী সেটা না , কাহিনী হলো হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন , আমাকে আপনার হাত ধরতে বলবেন না । কারন কোন রকমে পা পিছলে গেলে আমি হয়তো আপনার হাত ছেড়ে দিতে পারি কিন্তু আমি ৯৭৫% শিওর আপনি আমার হাত মরে গেলেও ছাড়বেন না।

এ নায়িক বলেন, 'আজকে আমার তায়েব ভাইয়া আমাকে আর আব্বু -আম্মুকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলেন । সেখানে অনেকেই ছিলেন যারা খুব স্মুথলি ভ্যাকসিন নিতে আমাদের হেল্প করেছেন । ধন্যবাদ আশরাফুল ভাইয়া । আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিবেশ দেখে । মনটা একদম জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ।'

কোন হাসপাতালে টিকা নিয়েছেন সেটা অবশ্য উল্লেখ করেননি মাহি। সূত্র: ফেসবুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়