সমীরণ রায়: [২] স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজের লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমীন বলেন, করোনা মহামারিকালে চিকিৎসকদের জন্য ঘোষিত প্রণোদনার প্রথম ভাগ ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে।
[৩] বুধবার স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।
[৪] তিনি বলেন, প্রথম পর্যায়ে ১৫টি সরকারি হাসপাতালে কর্মরত কর্মীরা এই টাকা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার আওতায় আনা হবে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।