আসাদুজ্জামান বাবুল/মাহাবুব সুলতান: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন এ অভিযান পরিচালনা করছেন।
[৪] মঙ্গলবারেরমতো আজ বুধবারও কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পশ্চিমপাড় থেকে তারাশী বাসস্ট্যান্ড পর্যন্ত ছাড়াও নানান এলাকার নানান ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন। গতকাল অভিযান পরিচালনাকালে দুইজন গাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
[৫] এছাড়াও ফুটপাতে রাখা গাছ, ইট, সিমেন্ট, পিলারসহ বিভিন্ন মালামালও জব্দ করেছেন তারা।
[৬] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান আমাদের এ প্রতিনিধিদের বলেছেন, কোটালীপাড়ার এক শ্রেনীর অস্বাধু ব্যক্তিরা সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গাছ, ইটসহ বিভিন্ন মালামাল বিক্রী করে আসছে দীর্ঘদিন ধরে। এতে জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটাসহ প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে জানমালের ক্ষতিসাধন হয়েছে। উল্লেখিত ব্যক্তিদের একাধিকবার মৌখিক নির্দেশনা দেওয়ার পরেও তারা ফুটপাত ছাড়েনি। সে কারনে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশক্রমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
[৭] এদিকে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটে এমন কাজ যে-ই করুকনা কেন তাকে ছাড় দেয়া হবেনা।পবিত্র রমজান মাসের পবিত্রতা বিনষ্টকারী ও সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ