শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ার নানান ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত

আসাদুজ্জামান বাবুল/মাহাবুব সুলতান: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন এ অভিযান পরিচালনা করছেন।

[৪] মঙ্গলবারেরমতো আজ বুধবারও কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পশ্চিমপাড় থেকে তারাশী বাসস্ট্যান্ড পর্যন্ত ছাড়াও নানান এলাকার নানান ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন। গতকাল অভিযান পরিচালনাকালে দুইজন গাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

[৫] এছাড়াও ফুটপাতে রাখা গাছ, ইট, সিমেন্ট, পিলারসহ বিভিন্ন মালামালও জব্দ করেছেন তারা।

[৬] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান আমাদের এ প্রতিনিধিদের বলেছেন, কোটালীপাড়ার এক শ্রেনীর অস্বাধু  ব্যক্তিরা সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গাছ, ইটসহ বিভিন্ন মালামাল বিক্রী করে আসছে দীর্ঘদিন ধরে। এতে জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটাসহ প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে জানমালের ক্ষতিসাধন হয়েছে। উল্লেখিত ব্যক্তিদের একাধিকবার মৌখিক নির্দেশনা দেওয়ার পরেও তারা ফুটপাত ছাড়েনি। সে কারনে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশক্রমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

[৭] এদিকে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটে এমন কাজ যে-ই করুকনা কেন তাকে ছাড় দেয়া হবেনা।পবিত্র রমজান মাসের পবিত্রতা বিনষ্টকারী ও সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়