শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম পাহাড়তলী বাজারে ১৪'শ বস্তা সরকারি চালসহ আটক এক

রিয়াজুর রহমান : [২] সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি (১৪'শ বস্তা) চাউলসহ বাহার মিয়া (৪৪) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। প্রতিটি চাউলের বস্তায় গায়ে ইংরেজীতে লেখা ছিল- GOVT.OF THE PEOPLE'S REPUBLIC OF BANGLADESH , DIRECTORATE OF FOOD , MINISTRY OF FOOD .

[৩] বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্দর বিভাগের উপ কমিশনার মো: ফারুক উল হক।

[৪] এসময় বন্দর বিভাগের এ উপ কমিশনার জানান, ভারত হতে আমদানিকৃত চালের ট্রাক বন্দর জেটি খাদ্য অফিস হতে যাবার গন্তব্য ছিল চরভাটা ,এলএসডি গােডাউন, নােয়াখালী, কিন্তু সেগুলাে তার গন্তব্যে না গিয়ে পাহাড়তলী চালবাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্স এর মালিক আব্দুল বাহার মিয়ার গােডাউনে ঢােকে।

[৫] পরে গােপন সংবাদের ভিত্তিতে এসি ডিবি (বন্দর) মােঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ডিবি বন্দর এর একটি টিম ট্রাকের প্রায় ২৬০ বস্তা এবং গােডাউনের ভিতর থাকা প্রায় ১১৪০ বস্তাসহ সর্বমােট ১৪০০ বস্তা আমদানিকৃত সরকারি চাউল উদ্ধার করে ।

[৬] তিনি বলেন, আড়তদার আব্দুল বাহার মিয়াকে জিজ্ঞাসাবাদ করে কোন সদুত্তর পাওয়া যায় নাই , তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সরকারী চলমান প্যান্ডেমিক এর প্রভাব সহ দেশের ভবিষ্যৎ খাদ্য মজুদ পর্যাপ্ত রাখার জন্য হয়ত এ চাউল আমদানি অব্যাহত রেখেছে , যা বিভিন্ন অসাধু মহলের লােভী মানসিকতার স্বীকার হয়েছে । এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আড়তদার আব্দুল বাহার মিয়া সরকারী চাউলের বস্তা পরিবর্তন করে তাদের নিজস্ব সীল সম্বলিত বস্তায় প্যাকেটজাত করে খােলাবাজরে বিক্রয় করার কথা স্বীকার করে । আড়তদার আব্দুল বাহার মিয়াকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ।

[৭] আমদানিকৃত সর্বমােট ১৪'বস্তা, ওজন ৭০ হাজার কেজি সরকারী চাউল উদ্ধার হয়েছে ও একটি ট্রাক আটক আছে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি বন্দর বিভাগের এডিসি হুমায়ুন কবির, এসি মো. ইয়াসির আরাফাত প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়