শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘৯০’ এর ঘরে আউট তামিম, ক্রিজে শান্ত ও মমিনুল

রাহুল রাজ : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করছে মমিনুলের দল।

[৩]টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুইটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।

[৪]প্রথম পাঁচ বল ডট খেলার পর শেষ বলটি আঘাত হানে তার পায়ে। শ্রীলঙ্কানদের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচের প্রথম রিভিউ নিয়ে সাইফের বিদায় ঘণ্টা বাজান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে, শূন্য রানে ফিরতে হয় সাইফকে।

[৫]সঙ্গীকে হারালেও তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। ওয়ানডাউনে নেমে তামিমকে দারুণ সঙ্গ দিতে থাকেন শান্ত। শুরু থেকেই আক্রমনাত্নক খেলা তামিম শান্তর সাথে ৫০ রানের জুটি পেরিয়ে তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। ইনিংসের ১৯ তম ওভারে ডি সিলভার প্রথম বলে ১ রান নিয়ে ৫৩ বলে ১০ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৯ তম অর্ধশতক তুলে নেন তামিম।

[৬]এরপর প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেও সাবলীল ব্যাটিং করতে থাকেন তামিম-শান্ত। একপর্যায়ে ৭ চারে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকান শান্ত। দু’জনে যখন ১৪৪ রানের জুটি গড়েন তখন স্লিপে থাকা থিরিমান্নেকে ক্যাচ প্র্যাকটিসের মতো সহজ ক্যাচ দিয়ে ফিরেন তামিম। প্যাভিলিয়নের পথ ধরার আগে ১৫ চারে ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলেন তিনি।

[৭]প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান। মুমিনুল ৮* ও শান্ত ৬৪* রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়