শাহীন খন্দকার, সারোয়ার জাহান: [২] বৈশ্বিক মহামারির ৪০৯তম দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৮ জনে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
[৩] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একদিনে ২৭ হাজার ৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।
[৪] মঙ্গলবার মৃত ৯১ জনের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ৩৩ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৬০ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, রংপুরে ২ জন রয়েছেন। এদের মধ্যে ৮৮ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ২ জন মারা যান। আর মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।
[৫] মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৪ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ এর মধ্যে ১ জন মারা গেছেন।